দেশজুড়ে

রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে দিয়ে বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন’র দাফন সম্পন্ন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে।

বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর দাফন সম্পন্ন হযেছে।

সোমবার (২৮জুন) সকাল ৯টায় আদর্শ বাজার হাজী গোলাপ শাহ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর পূর্বে বানিয়াচং থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেনকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে।

এসময় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মরহুমের কফিনে জাতীয় পতাকা দিয়ে সালাম প্রদর্শন করেন। তাঁর নেতৃত্বে দেয়া হয় গার্ড অব অনার। জানাজার নামাজে হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিাযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ও মুত্তাকিন বিশ্বাস, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীনসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক ছাড়াও হাজার হাজার মুসল্লী অংশ নেন।

বীরমুক্তিযোদ্ধা মোতাব্বির হোসেন (৮০) গত রোববার (২৭জুন) বিকাল সাড়ে ৪টা ২৫ মিনিটে মজলিশপুর নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।


Related Articles

Back to top button
Close