দেশজুড়ে

লাখাইয়ে করোনা পরিস্থিতিতে ছাত্র/ছাত্রী প্রশিক্ষণ শেষে চারা ও বীজ বিতরণ

প্রিন্ট করুন


আলী আহমেদ লাখাই প্রতিনিধি –
হবিগঞ্জের লাখাইয়ে ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে করোনা পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি জমি আবাদের আওতায় আনায়ন প্রকল্পের ছাত্র/ছাত্রী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক দীলিপ কুমার, হবিগঞ্জ জেলা উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন।
উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার।
প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপজেলার ৪০ জন ছাত্র/ছাত্রী অংশ নেয়।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।


Related Articles

Back to top button
Close