দেশজুড়ে

বানিয়াচংয়ে ৭০টি ভূমিহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক।

মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী‘র কার্যালয় থেকে সারাদেশে একযোগে উদ্ধোধনী অনুষ্টানে বানিয়াচং থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বানিয়াচংয়ের ভূমি ও গৃহহীনদের কাছে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

২০ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৭০টি ও রবি দাস পরিবারের মাঝে ৪০টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

এর আগে ১০৫টি ঘর হস্তান্তর করা হয়েছিল। উপজেলায় মোট ২১৫টি ঘর প্রদান করা হয়েছে যা উপজেলা পর্যায়ে জেলার মাঝে সর্বোচ্ছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, মোঃ ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, মাওলানা হাবিবুর রহমান, শেখ শামসুল হক, আহাদ মিয়া, এরশাদ আলী, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, যুবলীগ নেতা শাহজাহান মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্টানে এসে ঘর পেয়ে উচ্ছাস প্রকাশ করেছেন উপকারভোগী আব্দুস সোবহান। তিনি বলেন আমার কোন জমিও ছিলনা, ঘর ও ছিলনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আমারে এক সাথে ভূমি ও ঘরের মালিক বানাইছেন। আল্লায় তারে ভালা করুক।
উপকারভোগী শেফালী সরকার উচ্ছাস প্রকাশ করে জানান, এখন আমি ঘর ও জমির মালিক হইছি। আগে মানুষের বাড়িতে চেয়ে চেয়ে থাকতাম। প্রধানমন্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করব সারাজীবন।

(অনুষ্টানের শেষে দরিদ্র পরিবারের মাঝে ৭৬ বান্ডিল ঢেউটিন ও নগদ দুই লাখ আটাশ হাজার টাকার চেক বিতরণ করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।


Related Articles

Back to top button
Close