বানিয়াচংয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু চলছে শোকের মাতম

সাজ্জাদ বিন লাল / মুবাশ্বির আহমদ ,বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলা সদরে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মর্মান্তিক মৃত্যু ঘটনায় এলাকা জুরে চলছে শোকের মাতম।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা সদরের ৩নং উত্তর দক্ষিণ ইউনিয়নের দেশমুখ্য পাড়ার মূত আলাই মিয়ার দুই পুত্র নূর ফল মিয়ার কন্যা নুসরাত (৬) ও নূর মিয়ার কন্যা তাসপিয়া (৮) বাড়ির আঙ্গিনার পুকুরে ডুবে মৃত্যু বরণ করেছে। সম্পর্কে চাচাতো দুই বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৫টার দিকে তাসপিয়া ও নুসরাত বাড়ির আঙ্গিনার নিজ পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর দুই শিশুকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে পুকুরের পানিতে খোঁজাখুঁজির প্রায় আধাঘন্টা পর ২ বোনকে একে অপরকে জড়িয়ে থাকা আবস্থায় পুকুরের তলদেশ দেশ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় দুই বোনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ খবর মৃত্যুর খবর পেয়ে সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপালের মর্গে প্রেরণ করেছে। তবে দুই বোনের ময়নাতদন্ত না করে লাশ দাফন করতে প্রশাসনের কাছে আবেদন করেছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুদের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জে প্রেরণ করা হয়েছে। তবে শিশুদের ময়নাতদন্ত ছাড়াই দাফন করার আবেদন করেছেন।