দেশজুড়ে
প্রিন্ট করুন
নবীগঞ্জে আদনান ও সহযোগীদের নিখোঁজের প্রতিবাদে ও সন্ধানের দাবীতে মানববন্ধন

ইতি দেব নাথ,নবীগঞ্জ থেকে।
তরুণ ইসলামী আলোচক আবু ত্বহা মোহাম্মদ আদনান ও তাঁর ৩ সহযোগী নিখোঁজ হওয়ার প্রতিবাদে ও সন্ধানের দাবীতে নবীগঞ্জ উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে দিনারপুর পরগণার সচেতন তরুণ সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, মুফতি খাইরুল জহির, আলাউর রহমান বামচি, বদরুল ইসলাম, তানজিম আহমেদ সহ আরও অনেকেই।
মানববন্ধনে বক্তারা, অবিলম্বে তরুণ বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানসহ তাঁর ৩ সহযোগীকে খুঁজে বের করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।