বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মেয়র আরিফুল হকের ডেইরী ফার্ম পরিদর্শনে পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী

প্রকাশিত হয়েছে -


স্টাফ রিপোর্টারঃ সিলেটের একজন সফল খামারি সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট শহরতলির গোয়াবাড়ী এলাকায় তিনি গড়ে তুলেছেন আফসা হক ডেইরি ফার্ম নামীয় বিশাল দুগ্ধ খামার। এই ফার্ম ব্যবসায় তিনি একজন সফল ব্যবসায়ী ও জনদরদী জন-সেবক হিসেবেই সর্ব মহলে শহরজুড়ে যার রয়েছে অতি সুখ্যাতি ৷ মেয়র আরিফুল হক চৌধুরী ও নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র ছাবির আহমেদ চৌধুরীর মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধন৷ দলীয়ভাবেও দু’জনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে জড়িত ও দু’জনাই দলীয় মনোনীত বিজয়ী প্রার্থী৷ এদিকে
সিলেটের সাথে নবীগঞ্জের মানুষের সম্পর্ক যুগ যুগ ধরে ও বিভাগীয় শহর সিলেটের মানুষের সাথে রয়েছে নিবিড় বন্ধন। সিলেট সিটি মেয়রের আমন্ত্রণে গতকাল ১৫ জুন বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর মালিকানাধীন ডেইরী ফার্ম পরিদর্শনে যান, এসময় অতিথি হিসেবে তাঁর সাথে উপস্থিত ছিলেন

দারুল উলূম হাটহাজারীর সাবেক মহাপ‌রিচালক, সাবেক আমী‌রে হেফাজত, প্রয়াত শায়খ কুতবুল আলম শায়খুল ইসলাম এশিয়া মহাদেশের অন্যতম বুজুর্গ হযরত আল্লামা শাহ আহমদ শফী হুজুরের খেলাফতি প্রাপ্ত সুযোগ্য শিষ্য ও শেষ খলিফা সিলেট দরগায়ে হযরত শাহ্ পরাণ (রহঃ) জামে মসজিদের সাবেক খতিব আলহাজ্ব হযরত মাওলানা শায়েখ আব্দুল মতিন প্রকাশ নবীগঞ্জী হুজুর,বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষক নবীগঞ্জের কৃতি সন্তান আফতাব আল মাহমুদ, দুই মেয়রের স্নেহধন্য,সিলেট শহরের বিশিষ্ট ব্যবসায়ী,নবীগঞ্জের কৃতি সন্তান ও তরুণ
সমাজ সেবক আব্দুল হাফিজ চৌধুরী প্রমূখ৷