দেশজুড়ে

মকা ও বাগহাতা সঃপ্রাঃ বিদ্যালয় পরিদর্শন করলেন মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার

প্রিন্ট করুন

মোঃ মুবাশ্বির আহমদ,বানিয়াচং  থেকে। বানিয়াচং উপজেলা কাগাপাশা ইউনিয়নের মকা ও বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বানিয়াচং উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার। 
অদ্য (১৫ জুন) মঙ্গলবার মকা ও বাগহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রুটিন মেরামত কাজ পরিদর্শন করেন । পরিদর্শন শেষে তিনি সন্তুষ্টি প্রকাশ এবং সেই সাথে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দিক নির্দশনা মুলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।পরিদর্শন কালে তিনি মকা ও বাগহাতা সরকারি প্রাইমারি বিদ্যালয় গুলোর পূর্বের অবস্থার ছবি, ও বর্তমান সার্বিক  ইতিবাচক পরিবর্তন দেখে  খুব সন্তোষ প্রকাশ করেন।সর্বশেষ সমাপনী পরীক্ষায় (২০১৯) শতভাগ সাফল্য হয়েছে জেনে তিনি বিদ্যালয়গুলোর শিক্ষকমণ্ডলী সহ স্কুলের সাথে জড়িত সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রতিবছর এই ফলাফলের ধারাবাহিকতা বজায় থাকুক সেই কামনা করি। সর্বোপরি বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গঠনমূলক পরামর্শ দেন তিনি।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close