দেশজুড়ে

বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল (বিশেষ প্রতিনিধি বানিয়াচং)

বানিয়াচংয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার।

আইন-শৃঙ্খলা কমিটি সভায় বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, ডাঃ ইশতিয়াক, মোঃ রেখাছ মিয়া, জয়কুমার দাশ ও এসআই মহিন উদ্দিন প্রমুখ।

সভায় যত্রতত্র গাড়ী পার্কিং ও অপ্রাপ্ত বয়স্ক টমটম মিশুক চালকদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, অনলাইনে হোল্ডিং খুলে নিয়মিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমির খাজনা প্রদান করা, গ্যানিংগঞ্জ বাজারের এলআর হাইস্কুল রোড, বড়বাজার হইতে আলিয়া মাদ্রাসা রোড ও সাবরেজিস্টার অফিস রোডে পানি নিস্কাসনের জন্য ডেইন নির্মাণের সিদ্ধান্ত হয়।

এছাড়া ও আইন-শৃঙ্খলা বিষয়ে চেয়ারম্যানদের দেওয়া বক্তব্যের ভিত্তিতে প্রতিমাসে থানা থেকে কাজের অগ্রগতি প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী অনলাইনে খাজনা নেওয়ার ব্যবস্থা করায় মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) কে উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানান। এছাড়া বানিয়াচং উপজেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


Related Articles

Back to top button
Close