দেশজুড়ে
প্রিন্ট করুন
নবীগঞ্জে দেড় কেজি গাজাসহ বৃদ্ধা গ্রেফতার
এম মজিবুর রহমান, ইতি দেব নাথ, নবীগঞ্জ থেকে। নবীগঞ্জ থানা পুলিশ দেড় কেজি গাজাসহ পশ্চিম জাহিদপুর গ্রামের মৃত হাবিব উল্লার পুত্র আব্দুল হামিদ নামে এক গাজা ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
তবে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
আজ সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই স্বপন চন্দ্র সরকার ও এএসআই আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। এ সময় তার ঘর তল্লাশী করে দেড় কেজি পরিমানের গাজাঁ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে এসআই স্বপন চন্দ্র সরকার জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।