দেশজুড়ে

সক্ষমতা প্রকল্পের উদ্দেগ্যে চা বাগানে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা শিবির

প্রিন্ট করুন

চুনারুঘাট প্রতিনিধি। চুনারুঘাটে ২ দিন ব্যাপী বৃন্দাবন চা বাগান এবং লস্করপুর চা বাগানে সক্ষমতা প্রকল্প কারিতাস সিলেট অঞ্চলের আয়োজনে এবং চুনারুঘাট সক্ষমতা প্রকল্পের পরিচালনায় ” প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা শিবির Health Camp,, আয়োজিত হয়েছে।

গত ১৩ই জুন ও ১৪ই জুন ( রবিবার ও সোমবার)

২ দিন ব্যাপি ৫ শতাধিক চা শ্রমিক রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন, রক্তের গ্লুকোজ-গ্রুপ নির্ণয় ও কিছু সাধারণ টেস্টসহ ঔষধ সরবরাহ করা হয়।

জানা যায়, চা বাগানে গরীব-অসহায় চা শ্রমিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সক্ষমতা প্রকল্প দীর্ঘ দিন থেকে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে চুনারুঘাটের লস্করপুর চা বাগান ও বাহুবলের বৃন্দাবন চা বাগানে ফ্রি হেলথ ক্যাম্প’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে চিকিৎসা বঞ্চিত ৫ শতাধিক রোগীকে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রেসক্রিপশন, রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ নির্ণয় ও কিছু সাধারণ টেস্টসহ ঔষধ সরবরাহ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন – ডাঃ মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের জেপিও ( টিপি) – মি. চয়ন চক্রবর্তী, চুনারুঘাট উপজেলার সক্ষমতা প্রকল্পের মাঠ কর্মকর্তা – মোঃ মশিউর রহমান এছাড়াও চা শ্রমিকনেতা, চা শ্রমিক যুব সমাজ, সক্ষমতা প্রকল্পের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।


Related Articles

Back to top button
Close