দেশজুড়ে

বানিয়াচং আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর ত্রি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে :

বানিয়াচং আদর্শ বাজারে ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২১ জমে উঠেছে। নির্বাচনকে ঘিরে হোটেল-রেস্তোরাসহ সর্বত্র প্রার্থীদের যোগ্যতা নিয়ে বিশ্লেষণ করছেন ভোটাররা।

বাজার স্থাপিত হওয়ার পর এই প্রথম প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছেন ব্যবসায়ীরা। এ নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসা-উদ্দীপনা দেখা দিয়েছে। নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতার দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

ভোটারদের কাছে গিয়ে ইনিয়ে-বিনিয়ে অভিনব কায়দায় ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটারগণও প্রার্থীদেরকে যেভাবে পারছেন শান্তনা দিয়ে বিদায় করছেন। এভাবেই চলছে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর নির্বাচনে নিজেদের প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনতে দিন-রাত নির্বাচনী প্রচারণা।

বাজারের প্রতিটি অলিগলি পোস্টারে পোস্টারে চেয়ে গেছে। বিজয় ছিনিয়ে আনতে আত্মীয়-স্বজনদেরও কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। এ নির্বাচন যেন অঘোষিত প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ নির্বাচনে ১৬৪ জন ভোটার রয়েছেন। ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৪ জন প্রার্থী। এদের মধ্যে ৭ জন বিজয়ী হবেন।

যে ৭ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো- সভাপতি, সহ-সভাপতি (জুনিয়র), সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাধারণ সদস্য।

তবে সিনিওর সহ সভাপতি ও ধর্মবিষয়ক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিওর সহ সভাপতি ও ধর্মবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সিনিওর সহ সভাপতি আনোয়ার মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মনসুর মিয়া।

নির্বাচন পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে শক্তিশালী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার জন্য দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার, আদর্শবাজার প্রতিষ্ঠা, শিক্ষাপ্রেমিক, বানিয়াচং আইডিয়েল কলেজ সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান (ধনমিয়া), নির্বাচন কমিশনার মোঃ আশরাফুল করিম ও সর্দার মছলন্দ আলী,

নির্বাচন কমিশনার জানান- সভাপতি পদে ২ জন তারা হলেন- আলহাজ্ব হোসেন আহমদ (চেয়ার) মোঃ সেরউজ্জামান খান (বাচ্চু) (ছাতা), সহ-সভাপতি (জুনিয়র) ২ জন তারা হলেন- মোঃ জিতু মিয়া (বাঘ), মোঃ রমজান আলী (হরিণ), সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন- এস এম হাফিজুর রহমান (মোরগ), মোঃ আরজান আলী শাহ (ঘোড়া), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন হলেন- মোঃ জিয়াউর রহমান (আম), মনির হোসেন (কাঠাল), অর্থ সম্পাদক পদে ২ জন হলেন- মুজিবুর রহমান লস্কর (কলস), মোঃ ইউমুফ আলী (উড়োজাহাজ), সাধারণ সদস্য পদে মোট ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন- শফিকুল ইসলাম (প্রজাপতি), মুনছুর আলী (হাতপাখা), সুজন মিয়া (কবুতর), নুর আহাম্মদ ( মোটর সাইকেল)

তিনি আরো জানান, নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং, পোলিং অফিসার এবং বুথ থাকবে ১ টি।

এ ব্যাপারে আদর্শ বাজার টেলিকম বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম হবিগঞ্জের সংবাদকে বলেন, আমাদের আদর্শ বাজারে প্রথম নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে তা দেখে নিজেকে অনেকটা উৎফুল্ল মনে হয়।

আমি আশা করি নির্বাচন কমিশনে দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে ভোটারদের স্বাধীনতা রক্ষা করে ভোট প্রয়োগের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা বাজারবাসীর কাঙ্ক্ষিত সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন এবং ঐতিহ্যবাহী এ বাজারকে আরো সমৃদ্ধশালী করে তুলবেন।

উল্লেখ্য, আগামী ২০ জুন রোজ রবিবার বানিয়াচং আদর্শ বাজার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ এর নির্বাচন অনুষ্ঠিত হবে।


Related Articles

Back to top button
Close