বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

আমি মধ্যবিত্ত ঘরের সন্তান- মোশাররফ করিম দিদার

প্রকাশিত হয়েছে -

ঘুমন্ত চোখে স্বপ্ন দেখি,
ত্রিভূবণের রাজা আমি!
ঘুম ভাংলে টিনের চাউনী,
মধ্যবিত্তে বসত বাড়ি।

আশা অনুরাগী হয়ে বসে থাকি,
নীল আকাশ প্রাণে,
আমি মধ্যবিত্তের সন্তান বলে।

মন গহিন প্রখর ব্যাথা অনুভবে,
মিষ্টি হেসে কথা বলে, নিজ গন্তব্যে চলা,
এটা আমার পরিবারের শিক্ষা,
আমি মধ্যবিত্তের সন্তান যেনে নাও সদা।

কত না কথা হৃদয়ে আকা, প্রকাশিত নহে,
আমি মধ্যবিত্তের সন্তান বলে।

আমার উপর আছে পরিবারের দায়িত্ব, আছে মাথায় বোঝা,
আমি মধ্যবিত্ত বলে, আমায় করনা অবহেলা!
এমনিতেই আমি লাজে মরি সর্বদা।

আমরা চেয়ে থাকি অন্যের হাতের দিকে,
কর্ম করেনি দুবেলা দু’মুটো ভাত মুখে জুটে;
মধ্যবিত্ত বলে।

মহাজন যখন বেতন নিয়ে করে তাল বাহানা,
তখন এ জীবন রাখতে মন চায় না,
তবুও থাকি ধৈর্য্য ধরে মহাজন হীনা শূন্য আমি মধ্যবিত্ত।

আধার রাতে স্বপ্ন ভুনি,
সকাল হলে নাই,
আমরা মধ্যবিত্ত ভাই ভাই!

মৃদু মিষ্টি হাসি শ্রবনে মধ্যবিত্ত সকল,
হিংসা নিন্দা ও অহংকারে ভরপুর ধ্বনিদের মন।

এ দরা্ই আমি বেচে রবো যত,
আমার এ কলম চলিবে তত।

আমি মধ্যবিত্তের সৈনিক,

আমার আছে অভয় সঞ্চয়,
আমি করিনা কোনো কিছুতেই ভয়।
হোক মধ্যবিত্তের জয়, মানবতার জয়।