দেশজুড়ে

ছাত্র অধিকার নেতা তারেকের মুক্তির দাবিতে চুনারুঘাটে মানববন্ধন

প্রিন্ট করুন

চুনারুঘাট প্রতিনিধি। হবিগঞ্জের চুনারুঘাট মধ্য বাজারে গতকাল রবিবার বিকেলে ঢাকা কলেজ ছাত্র অধিকারের সভাপতি হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেকের মুক্তির দাবিতে চুনারুঘাট পরিবারের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা কারা নির্যাতিত ছাত্র অধিকার পরিষদের ঢাকা কলেজের সভাপতি চুনারুঘাটের সন্তান নাহিদ উদ্দিন তারেকসহ সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।

চুনারুঘাট পরিবারের পক্ষ থেকে তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চুনারুঘাট পরিবারের অন্যতম সদস্য হাফিজ তালুকদার, সাইফুর রাব্বি, তানভীর আহম্মেদ, ফাহাদ আহম্মেদ, তামিম, আরমান, পারভেজ, জয়, রবিন, আরিফ, প্রমুখ।

উল্লেখ্য নাহিদ উদ্দিন তারেক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে আন্দোলনরত অবস্থায় ঢাকার রাজপথের পল্টন থেকে পুলিশের হাতে আটক হন।পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close