দেশজুড়ে

লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ভোধন

প্রিন্ট করুন

লাখাই প্রতিনিধি।

লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)” ২০২১- এর শুভ উদ্বোধন করা হয়।

আজ শুক্রবার (২৮ মে) বিকাল ৩ ঘটিকায় উপজেলার মশাদিয়া গ্রামে প্রস্তাবিত শেখ রাসেল মিনি ফুটবল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠান উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফজলে এলাহী ফরহাদ এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন এবং গীতা পাঠ করেন দীপক দাস।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. মুশফিউল আলম আজাদ।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা, লাখাই থানা পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) মহিউদ্দিন সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ১ নং লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রোপম, হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল মতিন মাষ্টার, লাখাই প্রেসক্লাব সভাপতি এড. আলী নোয়াজ, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, শফিকুল ইসলাম, প্রবাসী খসরু নোমান, সাংবাদিক তৌহিদ মোল্লা প্রমুখ।

উদ্ভোদনী দিনে উপজেলার ১ নং লাখাই ইউনিয়ন থেকে এবং ৩ নং মুড়িয়াউক ইউনিয়ন থেকে যথাক্রমে লাখাই ইউনিয়ন একাদশ বনাম মুড়িয়াউক ইউনিয়ন একাদশ দল দুটি খেলায় অংশ নেয়।
খেলায় লাখাই একাদশকে ১-০ গোলে পরাজিত করে মুড়িয়াউক একাদশ জয়লাভ করে।

এছাড়া আজ শনিবার (২৯ মে) একই সময়ে উপজেলার অবশিষ্ট ২ নং মোড়াকরি ইউনিয়ন একাদশ বনাম ৬ নং বুল্লা ইউনিয়ন একাদশের খেলা এবং দ্বিতীয় পর্যায়ে ৪ নং বামৈ ইউনিয়ন একাদশ বনাম ৫ নং করাব ইউনিয়ন একাদশের খেলা অনুষ্ঠিত হবে।


Related Articles

Back to top button
Close