দেশজুড়ে

অপরাধ মুক্ত করতে প্রশাসনও জনপ্রতিনিধি সমন্বয়ে কাজ করতে হবে – এমপি আব্দুল মজিদ খান

প্রিন্ট করুন


সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধ পরিকর। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি নেতৃস্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে হবে। এবং বানিয়াচং উপজেলাকে অপরাধ মুক্ত করতে প্রশাসন ও জনপ্রতিনিধি সমন্বয়ে কাজ করতে বললেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির  সভাপতি উপজেলা আইনশৃঙ্খলা  কমিটির প্রধান উপদেষ্টা  সংসদ সদস্য  অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান । আজ বৃহস্পতিবার  উপজেলা আইনশৃঙ্খলা  কমিটির সভায়  তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোন অপশক্তিকেই ছাড় দেননি। সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার কারনেই আজ তিনি বিশ্ব দরবারে প্রশংসিত।  উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে  বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেনসহ ইউপি চেয়ারম্যান ও  আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা । 


Related Articles

Back to top button
Close