আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ থামাতে চায় ইসরাইলি কর্তারা’

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক।

গাজায় সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে হামলা বন্ধের দাবি জানিয়েছে ইসরাইলের দৈনিক হারেৎজ।

সংবাদ মাধ্যমটির কয়েকটি নিবন্ধে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনীর সব কৌশল ব্যর্থ হয়ে গেছে। খবর পার্সটুডের।

পত্রিকাটির সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরাইলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত জরুরি। একইসংগে সামরিক বাহিনীতে সংস্কার আনার পরামর্শ দেন তিনি।

তিনি আরও লিখেছেন, এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিলো না।

লেবাননের সংগে দ্বিতীয় যুদ্ধ এবং গাজায় এর আগের যুদ্ধগুলোর চেয়ে এবারের যুদ্ধে পরাজয়ের স্বাদ বেশি তিক্ত বলে উল্লেখ করেছে পত্রিকাটি।

পত্রিকাটির সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, গাজা যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনীর প্রস্তুতি ক্ষেত্রে দুর্বলতা, যুদ্ধ পরিচালনায় অদক্ষতা এবং মন্ত্রিসভার অক্ষমতা স্পষ্ট হয়ে উঠেছে।

গাজা যুদ্ধে বিজয়ী হয়েছে বলে ইসরাইলি নেতারা যে প্রচারণা চালাচ্ছেন তা ভিত্তিহীন বলে দাবি করেন সম্পাদক আলুফ বেন। তিনি অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে নেতাদের প্রতি আহ্বান জানান।

দৈনিক হারেৎজের সামরিক সংবাদদাতা আমোস হারেল বুধবারের এক নিবন্ধে বলেছেন, ইসরায়েলের জ্যেষ্ঠ কর্মকর্তারা গাজায় যুদ্ধ বন্ধ করতে উৎসুক। শুধু প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু চাচ্ছেন, পুরোপুরি বিজয় না আসা পর্যন্ত হামলা চালিয়ে যেতে। তিনি বলেছেন, গাজায় হামলা শেষ করার কোনো সময়সীমা নেই।

এদিকে বুধবারও (১৯ মে) গাজার বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সকালে ইসরাইলি হামলায় এক সাংবাদিকসহ চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গাজা থেকেও দক্ষিণ ইসরাইলের বিভিন্ন জায়গায় রকেট ছোঁড়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি বিমানবন্দরকেও টার্গেট করার হয়েছে বলে জানিয়েছে হামাস। তবে এসব হামলা হতাহতের তথ্য জানা যায়নি।

গত ১০ মে থেকে শুরু হওয়া সংঘর্ষে গাজা ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি। অপরদিকে হামাসের রকেট হামলায় ১২ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।


Related Articles

Back to top button
Close