বৃহস্পতিবার , ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

মজলিশপুরের ডিজিটাল উন্নয়ন-সাজ্জাদ বিন লাল

প্রকাশিত হয়েছে -

বছর হয়নি কাজ হয়েছে মজলিশপুরের রাস্তা
প্রথম থেকেই ধারণা ছিল কাজ হয়েছে সস্তা।

প্রতিবাদীরা মুখ বুজে রয়েছিল দূরে দাঁড়িয়ে
যেমন খুশি কাজ করেছে জিনিষ দেয়নি বাড়িয়ে।

ইচ্ছে মত করলো তারা রাস্তার ককাজে ফাঁকি
বছর না পেরুতেই রাস্তা ভাঙলো দুঃখ কোথা রাখি।

কোটি টাকার কাজ হয়েছে মান হয়নি বেশ
এক বৃষ্টিতেই পিচ রাস্তা ভেঙে হয়েছে শেষ।

জনপ্রতিনিধি বাড়ি যায় ঘুরে ভিন্ন রাস্তায়
প্রতিবাদ না করতে পেরে লিখছি পত্রিকায়।

সারা দিন রাস্তায় চলে শত শত যান
পিচ ভাঙা রাস্তা নিয়ে নেই কারো কান।

আলাল দুলাল সবাই আছে অন্ধ তাঁদের চোখ
ভাঙা রাস্তায় হেঁটে গিয়েও ফুটে না তাঁদের মুখ।

এভাবেই হচ্ছে চলাচল জাগেনা কারো মন
এটাই হলো মজলিশপুরের ডিজিটাল উন্নয়ন।