দেশজুড়ে
প্রিন্ট করুন
চালাকে খায় কাঁঠাল-বব্বরের মুখে আঠা-আজিজুর রহমান শায়েল

হবিগঞ্জের সংবাদ।
চালাকে খায় কাঁঠাল বব্বরের মুখে আঠা ‘বব্বর বা বোকা, মানে সহজ-সরল মানুষ। ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও, ধুরন্ধরদের দায় সব সময় বোকাকেই বহন করতে হয়। এ দুনিয়ায় ধুরন্ধর বা চালাকের সংখ্যা কম, বোকার সংখ্যা সব সময়ই বেশি।
কেউ মানেন আর না মানেন চালাকদের শক্তির উৎস কিন্তু বোকারাই। ধুরন্ধররা এমনভাবে বোকাদের ব্যবহার করেন যে, বোকারা ভেবে নিতে বাধ্য হন যে ‘তাদের মঙ্গলের জন্যে সবকিছু করা হচ্ছে’।
যাকে বলে ‘অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া’- নিজের লাভের জন্যে অন্যকে ব্যবহার করা!
তথাকথিত নিয়মে চাপা পড়ে বোকারা সব সময় মরতে থাকেন। কীভাবে মরেন, দায় কার? হয়তো নিজেরা নিজের দোষেই মরেন! আর চালাকরা হাসেন ‘পুষ্পের হাসি’।
ছবি – এম এ হাকিম