দেশজুড়ে

বানিয়াচংয়ে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধতা

প্রিন্ট করুন

সুজন মিয়া,বানিয়াচং। বৃষ্টির পানিতে বানিয়াচং কাদিরগঞ্জ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা।পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও সড়ক সংলগ্ন স্থানীয় ব্যবসায়ীরা।

আজ (১৮ মে) মঙ্গলবার বিকাল ৩ টায় বানিয়াচং কাদিরগঞ্জ সড়কে ওই জলাবদ্ধতার দৃশ্য দেখা যায়।

জানা যায়,দীর্ঘ কয়েক বছর যাবত ওই সড়কের পানি নিষ্কাশনের ড্রেইনগুলো ভেঙে অচল হয়ে পড়েছে।অল্প কিছুক্ষণ বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়।সড়ক উপচে সংলগ্ন দোকানগুলোতে পানি প্রবেশ করছে।ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

স্থানীয় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা জানান,
কাদিরগঞ্জ সড়কের প্রবেশ মূখ হতে মুতি মিয়ার রাইস মিল পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়।সড়কের পশ্চিমে যে ড্রেইন রয়েছে সেটা ভেঙে এখন পানি চলাচল বন্ধ হয়ে গেছে,এর ফলে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এমন দুর্ভোগ পোহাতে হবেনা বলেও জানান তারা।তাই পানি নিষ্কাশনের ড্রেইন সংস্কার করতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি দাবী জানান এলাকাবাসী ও ব্যবসায়ীরা।


Related Articles

Back to top button
Close