শিক্ষা সাহিত্য

খারাপ জাত,রিয়াজুল করিম

প্রিন্ট করুন

১৭.০৫.২১.

তিন মেরুতে বিশ্ব আজি
যুদ্ধ দামামা বাজছে,
রক্ত সাগরে মানুষের লাশ
হৃদয় পটে ভাসছে।

বিশ্ব মোড়ল দেখছে মজা
লাশের সারি গুনছে,
মদের বোতল হাতে নিয়ে
ধ্বংস লীলা দেখছে।

দখল দারের পক্ষ নিয়ে
ন্যায়ের কথা বলছে,
নাটাই সুতা ইচ্ছা মত
সুবিধা মত খেলছে।

নামে মুসলিম খাচ্ছে তামাক
ভায়ের মরণ দেখছে,
তোদের বিবেক বিক্রি করেছিস
মজলুম মানুষ বুজছে।

কিসের ভয়ে কিসের লোভে
নিজেকে গুটিয়ে রাখছিস?
তোদের দেখে ঘৃনায় হাসছে
বড় শয়তান ইবলিশ।

হাজার বছর কেউ বাঁচেনা
মরতে একদিন হবে,
যাচ্ছে কেটে শতেক বছর
নিবি প্রতিশোধ কবে?

চারপাশে তোরা রাষ্ট্র দশেক
ধোরনা টুটি চেপে,
ঠিক একদিন দেখবি ওরা
বলবে কথা মেপে।

দে গুড়িয়ে সন্ত্রাস বাদের
ষড়যন্ত্রের আস্তানা,
কোন একদিন ফযরে দেখবে
বিছানো নামাজের বিছানা।

আল্লাহ’র উপরে করে ভরসা
ভেঙ্গে দিবি সব বিষদাঁত,
দে বুঝিয়ে এই দুনিয়ায়
তোরাই বড় খারাপ জাত।

অনেক হয়েছে আর হবেনা
এবার ঘুরে দাড়িয়ে যা,
পারলে মরবি সামনে থেকে
নইলে সিনাতে গুলি খা।

ভয় করলে শুধুই করবি
যিনি দুনিয়ার মালিক,
তাঁরই কাছে ফিরে যেতে হবে
তিনিই আমাদের খালিক।

দাঁড়াবি সেদিন রক্ত মেখে
শেষ বিচারের কাঠগড়ায়,
পারিনি তাতে কি হয়েছে?
করে ফিরেছি লড়াই।

হয়তো এ’তেই মাফ হতে পারে
রবের নিয়ামত মিলবে,
যদি না পারিস এতোটুকু করতে
হাবিয়া দোজখে ফেলবে।


Related Articles

Back to top button
Close