শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
ঈদ-আমেনা তালুকদার বৃষ্টি

মাগো সবাই বলে,
ঈদ মানে আনন্দ,
ঈদ মানে খুশি,
মোদের কেন ঈদ নেই মা
দুঃখের স্রোতে ভাসি।
ঈদের সুখে সবার ঘরে
খুশি রাশি রাশি।
মনের সুখে বানায় সবে
হরেক পিঠা পুলি।
মোদের কেন সুখ নেই মা,
ক্ষাদার জ্বালায় মরি।
ওরা সবাই কিনলো কত
ধরলো নানান ব্যাস।
মোদের কেন ঈদ নেই মা?
নীল বেদনার রেশ।
ছোট্র ছেলের কথা শুনে,
মা যে তাহার মনে দুঃখে
ঘুমন্ত শোক উঠলো জেগে
হৃদয় ফেটে যায়।
ছেলেকে বুকে লইয়া মায়ে কাঁদে বুক ভাষায়।