বানিয়াচংয়ের পল্লীতে ভাগনার হাতে মামা নিহত

সাজ্জাদ বিন লাল /আজমল হোসেন খান, বানিয়াচং প্রতিনিধি। বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ইউনিয়নের পাথাইরা গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার পুত্র কালু মিয়া (৬৩) বল্লমের আঘাতে মামা নিহত হয়েছেন।
এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ভাগ্নে জহিরকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১২মে সকাল সাড়ে ১২ টায় ধানের খড়ের টিপা দেওয়াকে কেন্দ্র করে কালু মিয়া ও তার বোন নূরী বেগমের মধ্যে বাকবিতন্ডায় শুরু হয়। এর জের ধরে ভাগনা জহির মিয়া বল্লম দিয়ে মামা কালু মিয়াকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, নিহত কালু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অপরাধী জহিরকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।