শিক্ষা সাহিত্য

স্বপ্ন দেখি,রিয়াজুল করিম

প্রিন্ট করুন

শিক্ষা নিবো ভুলের থেকে
শক্ত হয়ে দাড়াবো,
সত্য পথে চলবো সোজা
মিথ্যা পায়ে মাড়াবো।

গড়বো জীবন নিজের মত
দেশের জন্য বিলাবো,
জগৎ সেরা মানুষ যারা
তাদের সাথে মিলাবো।

অত্যাচারীর ধরবো টুটি
মাজলুম খুঁজে জাগাবো,
চোর লুটেরা ধরবো টেনে
সমাজ থেকে ভাগাবো।

বিধবা
মায়ের চোখের পানি
নিজের হাতে মুছাবো,
সব হারাদের মনের কষ্ট
সাধ্য মত ঘুচাবো।

ভুখার পাতে খাবার দিবো
রুগ্ন পেলে পথ্য,
এটাই আমার জীবন ব্রত
সঠিক জীবন সত্য।

এতিম শিশুর আপন হবো
আদর করে ডাকবো,
নিজের শিশুর মতই আমি
ওদের পাশে থাকবো।

সোনার দেশের স্বপ্ন দেখি
দেখি সেরা দেশ,
বলবে সেদিন মরার পরে
লোকটা ছিলো বেশ।


Related Articles

Back to top button
Close