বৃহস্পতিবার , ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাশেম চৌধুরী

প্রকাশিত হয়েছে -

সাজ্জাদ বিন লাল,

বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম আমির আলী চৌধুরীর পরিবারের পক্ষ্য থেকে তার সুযোগ্য পুত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

সোমবার (১০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাস্থ্যবিধি মেনে ৫ শতাধিক নারী পুরুষের মাঝে উপহার সামগ্রী তুলে দিয়ে অনন্য নজির স্থাপন করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, আ’লীগ নেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ আলী সোহেল, রিপোর্টার্স ইউনিটির সভপতি ও মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন,

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈম হাসান পুলক ও যুবলীগ নেতা মাজহারুল ইসলাম অপু, সাজ্জাদ বিন লাল সহ অনেকে।

এর আগে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ১০ নং সুবিদপুর ইউনিয়নের ৪ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেন।

উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, ঈদের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে সর্বমোট ২ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দেওয়া হবে।

উল্লেখ্য, কোভিড-১৯ আসার পর থেকেই জনগণকে সচেতন, অসহায় দরিদ্র মানুষের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী প্রদান, একের পর এক সালিশ পঞ্চায়েতের মাধ্যমে গ্রামীণ সমস্যাগুলো সমাধানসহ সমাজ উন্নয়নে ব্যতিক্রম কাজ করে যাচ্ছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

আর তা ছাড়া কোভিড-১৯, বন্যা এবং ঈদের সময় পরিবারের পক্ষ থেকে অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন তিনি।