দেশজুড়ে

লটারিতে বিজয়ী কৃষকগণই সরকারকে ধান দিবেন বক্তব্যে ইউএনও মাসুদ রানা

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক। বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে।
৭মে শুক্রবার বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার নতুনবাজারে অবস্থিত খাদ্যগুদামে আনুষ্টানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
খাদ্য কর্মকর্তা খবির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম অফিসার অসীম কুমার তালুকদার,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাংবাদিক মখলিছ মিয়া,জসিম উদ্দিন,আতাউর রহমান মিলন,মোক্তাদির হাসান সেবুল প্রমূখ।
চলতি বোরো মৌসুমে বানিয়াচং উপজেলায় সরকারিভাবে মোট ৩হাজার ২‘শ ৬ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।
এজন্য লটারীর মাধ্যমে উপজেলার ১৫টি ইউনিয়নের ১হাজার ৬‘শ ৩৭জন কৃষক বাছাই করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,সর্বোচ্চ সতর্কতার সহিত কৃষি অফিসের কৃষক তালিকা থেকে প্রকৃত কৃষক বাছাই করা হয়েছে। লটারীতে বিজয়ী প্রকৃত কৃষকগনই সরকারিভাবে ধান সরবরাহ করতে পারবেন। এর বাইরে অন্য কেউ ধান দিতে পারবেননা।


Related Articles

Back to top button
Close