দেশজুড়ে

ঐতিহ্যবাহী বানিয়াচংয়ের ঠাকুরানী দিঘী রক্ষায় এলাকাবাসীর অভিযোগে ড্রেজার মেশিন জব্দ

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্ক ।  বানিয়াচং উপজেলার সদরের ৩ নং দক্ষিন-পূর্ব ইউনিয়নের ঠাকুরানী দিঘীরপাড় গ্রামের ঠাকুরানী দিঘীতে স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেছে।
গতকাল  শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি এই অভিযান পরিচালনা করেন।পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও ঘটনাস্থলে উপস্থিত হন।মাটি কাটার ঠিকাদার ও ড্রেজার মেশিনের মালিককে ঘটনাস্থলে না পাওয়ায় মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরানী দিঘীর পাড় গ্রামের এক ব্যক্তি জানান,স্থানীয় আব্দুর নূরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী দিঘীর মাটি বিক্রয় করে এলাকাবাসীর ক্ষতিসাধন করে চলেছে।স্থানীয় ইউপি সদস্য সুমন আখন্জি জানান, স্থানীয় কতিপয় মাটিখেকো চক্র দীর্ঘদিন যাবৎ ওই দিঘীর মাটি ড্রেজার মেশিন দিয়ে খনন করে বিক্রয় করছে।যে কারনে দিঘীর চারপাশের বসতবাড়ী খুবই ঝুকির মধ্যে রয়েছে।এ ব্যাপারে মধুখানী গ্রামের তোফাজ্জল হোসেন খান জানান, মাটি ব্যবসায়ীগন প্রভাবশালী হওয়ার কারনে এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পায়না।তিনি আরও জানান, অভিযোগ পেলে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করলেও রাজনৈতিক ছত্রছায়ায় আবারো মাটি তোলা শুরু করে দেয় ওই প্রভাবশালী চক্রটি।এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি বলেন,এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। ঠিকাদার ও মেশিনের মালিক কাউকেই পাওয়া যায় নাই। মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে।এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন,কেউই আইনের উর্দ্ধে নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যাবস্থা নেওয়া হবে।
মোবাইল 01760325459


Related Articles

Back to top button
Close