নবিগঞ্জে সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ১০
ইতি দেব নাথ, নবীগঞ্জ প্রতিনিধি।নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাবেক জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, ডিবিসি নিউজ ও দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি মরহুম আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী-পুত্র ও চালকসহ ১০ জন আহত হয়েছে।
গতকাল রবিবার বিকালে এ দুর্ঘটনায় ঘটে। গুরুতর আহত অবস্থায় ম শরৎ দাশ (৪৫) ও আব্দাল মিয়া (৬৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং বাকিদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাযায়, রবিবার বিকালে যাত্রীবাহি অটোরিক্সা সিএনজি পুর্ব তিমিরপুর এমআরএস ব্রিক ফিল্ডের সামনে মুখোমুখি সংঘর্ষে দূঘর্টনায় ঘটে। এতে উভয় গাড়ীর চালক আহতদের মধ্যে মুরাদপুর গ্রামের মৃত ছাওধন দাশের ছেলে শরৎ দাশ (৪৫), আলীপুর গ্রামের কবির মিয়ার ছেলে আব্দাল মিয়া (৬৫)কে সিলেট এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী জাহেদা বেগম (৪৫), ছেলে মারুফ (১৬), চালক বিনরাজ মিয়া (৭০), তিমিরপুর গ্রামের জুনায়েদ (৬), মুক্তাহার গ্রামের অমুল্য চন্দ্র দাশের ছেলে অসীম দাশ (৩২)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।