শিক্ষা সাহিত্য

তুমি কি আমায় ভালোবাসো, সাজ্জাদ বিন লাল

প্রিন্ট করুন

তুমি কি আমায় সত্যিই ভালোবাসো?
এই প্রশ্ন আমার কাছে অস্পষ্ট।

যদি আমায় ভালো না বাসো
তাহলে কেনো নীরব হয়ে যাও?

স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়
তা কখনো বাস্তবে প্রতিফলিত হয় না।

আজও তোমার অনুভূতিতে
আমার হৃদয় শঙ্কুচিত হয়ে যায়।

সংজ্ঞাহীন হয়ে যাই আমি
তোমার ফেলে আসা স্বপ্নের মাঝে।

ব্যাকুলতার কারণ তুমি
তাই প্রশ্ন জাগে তুমি কি আমায় ভালোবাসো?


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close