দেশজুড়ে

বানিয়াচংয়ের বৃদ্ধা মরিয়ম চান’কে পুলিশ সুপারের হুইল চেয়ার প্রদান

প্রিন্ট করুন

মোঃ নজরুল ইসলাম  তালুকদার ,  নিজ উদ্যেগে বানিয়াচংয়ের  ১০৫ বছরের বৃদ্ধা মরিয়মকে হবিগঞ্জের মানবিক পুলিশ সুপার  বিপিএম পিপিএম মোহাম্মদ উল্ল্যা মরিয়ম চান’কে  হুইল চেয়ার প্রদান করেছেন। প্রতি মাসে অন্তত ১০ কেজি চাউল তিনির  বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং বয়স্ক ভাতার জন্য সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহন করবেন ।

গতকাল বুধবার  সদর  থানায় পুলিশ সুপারের উপস্থিতিতে মরিয়ম চান এ উপহার গ্রহন করেন। 

জানা যায়, বানিয়াচং  উপজেলার  ১৪নং মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা। তিনির স্বামী মৃত্যুর ২০বছর যাবত নিসন্তান মরিয়ম চাঁন বসবাস করছেন পৌর শহরের অনন্তপুর এলাকায়। জীবিকার  তাগিদে চলে আসেন হবিগঞ্জের শহরে। একপর্যায়ে পরিচয় হয় অন্যের বাসায় কাজ করা দরদী মহিলা আয়েশা খাতুন(৪৫) এর সাথে। তিনি দরিদ্র মরিয়মকে নিজের ভাড়া করা ছোট্ট ঘরে আশ্রয় দেন। এবং মায়ের মমতায় সেবা দিয়ে যাচ্ছেন এখনো কিন্তু অসুস্থতা আর  বয়সের কাছে হার মানেন হাটতে আর পাচ্ছেন না। প্রতিদিন আয়েশা খাতুনের সহায়তায় চলে আসেন হাসপাতালের গেইটে এক মুঠো খাবারের জন্য। প্রতিদিন ভিক্ষার টাকার দিয়ে কোন রকম জীবন চলে মরিয়ম চানের। 

পরে ওই এলাকার বীমা কোম্পানি  কর্মরত মুফতি ওয়াহাব নাঈমী বৃদ্ধা মরিয়ম চানের বিষয়টি তিনি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা  ফেসবুক মেসেজে অবগত করেন। পুলিশ সুপারের  নির্দেশনায় গত মঙ্গলবার মরিয়ম চানের সাথে হাসপাতালের সামনে গেইটে গিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার কর্তৃক  নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য মহিলার হাতে তুলে দেন সদর থানার ওসি  মোঃ মাসুক আলী। শেষ বয়সে একটু চলাফেরার করতে একটি হুইল চেয়ার প্রয়োজন বলে জানান বৃদ্ধা মরিয়ম।

সেই ধারাবাহিকতায় আজ মানবিক পুলিশ সুপারের অর্থায়নে  বৃদ্ধার হাতে তুলে দেওয়া হলো একটি হুইল চেয়ার ।


Related Articles

Back to top button
Close