দেশজুড়ে

বানিয়াচং শায়খ আবু নছর কোরাইশী মাদরাসার শিক্ষার্থী মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচংঃ

বানিয়াচং শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদরাসার শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

২৮ এপ্রিল রোজ বুধবার অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব আশিকুর রহমান কোরাইশী এবং ইংল্যান্ড প্রবাসী অন্যান্য শুভাকাঙ্খীবৃন্দের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদরাসার একাডেমিক ও হিফজ বিভাগের সর্বমোট ১৪৫ জন শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

গত বছরও আশিকুর রহমান কোরাইশী ও প্রবাসী শুভাকাঙ্খীদের সহযোগিতায় করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ৪ দফায় খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইংল্যান্ডে লকডাউন ও কর্মহীন থাকার পরও এই সংকটময় পরিস্থিতিতে এলাকার মানুষের কথা স্মরণ রাখা ও তাদের পাশে থাকায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, মাদরাসা কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীসহ সর্বসাধারণ তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁদের সুস্বাস্থ্য, নেক হায়াত কামনা করেন।

এসময় শায়খ আবু নসর কোরাঈশী দাখিল মাদরাসার শিক্ষকমণ্ডলী, অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close