দেশজুড়ে
প্রিন্ট করুন
নবীগঞ্জের হাওরের ঘাতক ট্রাক্করে প্রাণ নিলো শিশু সানির

ইতি দেব নাথ। নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরের রাস্তায় ঘুমন্ত কিশোর সানি (১৪)কে ঘাতক ট্রাক্কর চাপা দিয়ে প্রাণ কেড়ে নিল। গতকাল (২৪ এপ্রিল) শনিবার বিকালে দূঘর্টনার ঘটে। খবর পেয়ে এসআই মৃদুল বাবুর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে কিশোরের লাশ উদ্ধার করেন। এ সময় ঘাতক ট্রাক্কর দু’টি আটক করে থানায় নিয়ে আসা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়, ওই ইউনিয়নের চানপুর গ্রামের কিশোর সানি স্থানীয় গুঙ্গিয়াজুরি হাওরে মাছ ধরতে যায়। প্রচন্ড রোদ্রের তাপে রাস্তায় দাড়িয়ে থাকা একটি ট্রাক্কর গাড়ীর ছায়া’র মাঝে ঘুমিয়ে পড়ে। এমন সময় অপর একটি ট্রাক্কর দাড়িয়ে থাকা ট্রাক্করকে ইচ্ছাকৃত ধাক্কা দিলে ঘুমন্ত কিশোর সানি ট্রাক্কর চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।