শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ছড়াও আলো সূর্য্য তুমি,রিয়াজুল করিম

প্রকাশিত হয়েছে -

ছড়াও আলো সূর্য্য তুমি
ধনী গরীব দেখোনা,
সুরভী ঢালো রজনী গন্ধা
কালো সাদা মানোনা!

জোছনা ছড়ায় রূপালী চাঁদ
ফকির বাদশা খুঁজোনা,
স্বচ্ছ জলে তৃষ্ণা মিটায়
নামী দামী বুঝোনা।

সোনালী রোদে পৃথিবী শুকায়
সমতা ছাড়া চিনেনা,
একটি সেকেন্ড সমীরণ তুমি
ভালোবাসা ছাড়া মানোনা।

তোমরা সকলই সৃষ্টি যাহার
আমরা মানুষ তাঁর-ই,
বেলা শেষে সবাই ফিরবো
সৃষ্টি মোরা যার-ই।

আমাদের মাঝে চলে হানাহানি
কে বড় কে ছোট,
খোদার সৃষ্টি আমরা সকলে
কাউকে করেনি খাটো।

ছোট বড় করে বিষে ভরেছি
আদমের দল মানুষ,
টাকার পিছনে করি দড়াদড়ি
হারিয়ে ফেলেছি হুশ।

চলতে পারেনা পৃথিবী এমন
সাম্যে চলার কথা,
যদিনা পারি চলতে সমতায়
ঘুচবেনা এ ব্যাথা।