দেশজুড়ে

আমিও যেনো ঈমানে মরি,রিয়াজুল করিম

প্রিন্ট করুন

চির নিদ্রায় শায়িত তুমি
কেমন আছো জানিনা।
তোমার বিয়োগে জাগেনা বিশ্বাস,হারিয়েছো তুমি মানিনা।

বিভোর ঘুমে আছো ঘুমিয়ে একটি কথাও বলোনা,
কত’যে ডাকি হৃদয় ভেঙ্গে তবুও কিছুই শুনোনা।

রবের ঘরের মেহমান হয়েছো
মনের আনন্দে ভাসছো,
আমাদের ছেড়ে কি করে তুমি একাকি নিজে হাসছো?

তুমি বিহনে স্মৃতিরা আমাকে এক এক করে ভাঙছে,
হৃদয় আমার পাথর হয়েছে
শুধুই তোমাকে খুঁজছে।

পথে প্রন্তরে মোড়ের মাথায়
তোমারই কথা শুনছি,
হাজারও স্মৃতির মালা গেঁথেছি
মনের কষ্টে গুনছি।

চলে গেলে তুমি আমাকে ছেড়ে
শেষ কথাগুলো কাঁদছে,
সকল বিশ্বাস মাড়িয়ে আমার
বুকের পাজড় ভাঙছে।

মাঝে মাঝে তুমি স্বপনে এসে
একটু কথা বলে যাও,
আমার মনের অব্যক্ত ব্যথা
কিছুটা হলেও বুঝে নাও।

জানোনা তোমার ব্যথায় ঝিলিক
ঘুমের মাঝেও আসছে,
তোমার সকল শাসন বারণ
হৃদয় ভেলায় ভাসছে।

পাশাপাশি সবাই ঘুমিয়ে আছো
বাবা মা’কেও পেয়েছো,
বড় ভাইদের সাথেই আছো
তাদের সাথেই মিশেছো।

তোমরা সবাই ভালো আছো
জানি
আমাদের কথা ভুলেছো।
আমরা হয়েছি কঠিন এতিম
চুপি চুপি বেশ দেখছো।

মানতে পারিনা সব হারালাম
একাকি বসে ভাবছি,
আমার যাওয়ার সময় নিয়ে হাজারও কথা ভাবছি।

বাস্তবতার মৃত্যু পিয়ালা পান করেছে রবের কাছে,
তোমাদের নিয়ে নানান ভাবনা
মনের মাঝে জমা আছে।

হৃদয়ের সব আকুতি নিয়ে
তোমাদের জন্য করছি দু’য়া,
সারা জীবনের অর্জন ছেড়ে
কেমন করে রয়েছো শোয়া?

প্রভুর কাছে শান্ত্বনা খুঁজি
তোমাদের সুখ তালাশ করি,
দোয়া করো সব বন্ধু তোমরা
আমিও যেনো ঈমানে মরি।


Related Articles

Back to top button
Close