দেশজুড়ে

বানিয়াচংয়ে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পন্ন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক

প্রিন্ট করুন

সাজ্জাত বিন লাল/আজমল হোসেন খান,বানিয়াচং থেকে। কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন,  বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রতি বছর লক্ষ্যমাত্রার চাইতে আমাদের দেশে উৎপাদন বেশী হয়। অনেক সময় প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা ক্ষতি হলেও সরকার তা পুরণ করার সক্ষমতা অর্জন করেছে, কারো কাছে সাহায্যের প্রয়োজন হয়না। বাংলাদেশের কৃষির উন্নয়ন দেখে ভারতের মত রাষ্ট্র আজ অবাক। আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়না। বিগত ১০বছরে সারের মূল্য ১টাকাও বৃদ্ধি পায় নাই। নির্বাচনী ইশতেহার অনুযায়ী শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মন্ত্রী আরও  বলেন, স্বাধীনতা বিরোধীদেরকে যেভাবে একে একে বিচারের আওতায় এনে সর্বোচচ শাস্তি নিশ্চিত করা হয়েছে, তেমনি করে হেফাজতে ইসলামেরও মুল উৎপাটন করা হবে। বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। শান্তি প্রিয় বাংলাদেশকে অশান্ত করার সুযোগ দেওয়া হবেনা।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হাওরে স্বাস্থ্যবিধি মেনে ধান কর্তন উৎসব অনুষ্টানে জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সঞ্চলনায়   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর অমিতাভ সরকার,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদ উল্লাহ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোঃ শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্লা,  বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী,  হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম,  জেলা কৃষি বিভাগের উপপরিচালক মোঃ তমিজ উদ্দিন খান,  জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এডভোকেট  আলমগীর চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
উপস্থিত ছিলেন

উপস্থিত ছিলেন, এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি, ওসি মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মাষ্টার, সেক্রেটারী ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া,প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, ছাত্রলীগ নেতা এ জেড এম উজ্জল, রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।

অনুষ্টান শেষে হারভেস্টার মেশিনের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন এবং স্থানীয় কৃষকদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণসহ দলীয় নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন কর্মকতাদের নিয়ে ধান কাটা উৎসবের শুভ সুচনা করেন মন্ত্রী। পরে তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয় পরির্দশন করেন এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের ফলন পর্যবেক্ষণ করেন। 
উল্লেখ্য ধান কর্তন স্থলে ও বিভিন্ন হাওরে প্রায় অর্ধশত হ্যান্ড ওয়াশিং কর্ণার স্থাপন করে স্থানীয় ব্র্যাক।


Related Articles

Back to top button
Close