দেশজুড়ে
প্রিন্ট করুন
আজ হবিগঞ্জে আসছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

সাজ্জাদ বিন লাল / আজমল হোসেন খান/মোবাশ্বির আহমদ, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলার বিভিন্ন হাওরে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে কৃষকের বোরো ধান কর্তন পর্যবেক্ষনে একদিনের সরকারি সফরে আজ হবিগঞ্জে আসছেন কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি।
গত কাল বৃহস্পতিবার দুপুরে এক বার্তায় উল্লেখ করেন কৃষি মন্ত্রী। তবে জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখা থেকে এ তথ্য জানানো হয়।
আজ শুক্রবার ঢাকা থেকে সকাল ৬টায় সড়কপথে রওয়ানা দিয়ে সকাল ১০টায় হবিগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হবেন। পরে সাড়ে ১১টায় বানিয়াচং হাওরে যাবেন কৃষকের বোরো ধান কর্তন পর্যবেক্ষনের জন্য। শেষে বিকাল ৩টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।