দেশজুড়ে

বাহুবলে সরকারি বীজ জব্দ করে ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট করুন

বাহুবল ( হবিগঞ্জ) প্রতিনিধি।। বাহুবলে সরকারি সার ও বীজ বিতরণে অনিয়মের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার আউশ প্রনোদণার সরকারী বীজ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়ের অপরাধে বাহুবল বাজারের এস আলম ট্রেডারস এর মালিক আলম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২২ বস্তা বীজ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্নিগ্ধা তালুকদার। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল।

এছাড়া টিসিবির পণ্য বিক্রয় ও ব্যবস্থাপনা পরিদর্শন করা হয়।ভ্রাম্যমাণ আদালত রশিদপুর বাজার মনিটরিং করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, বাহুবলে প্রকৃত কৃষকদের মধ্যে সরকারি সার ও বীজ বিতরণে অনিয়মের অভিযোগ চাউর হলে একাধিক অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসলে তিনি অভিযান পরিচালনা করে আজ বৃহস্পতিবার সরকারি বীজ জব্দ করেন এবং ব্যবসায়ীকে জরিমানা করেন।


Related Articles

Back to top button
Close