দেশজুড়ে

বানিয়াচংয়ে বসত বাড়ির জায়গা বিরুধে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রিন্ট করুন


সাজ্জাদ  বিন লাল,বিশেষ প্রতিনিধি। বানিয়াচং উপজেলা সদরে বসত বাড়ির জায়গা সংক্রান্ত বিরুধে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ সংগঠিত হয়েছে।  প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ ১৫জন আহত হয়েছেন। 
আজ  (২১ এপ্রিল) বুধবার বিকাল ৪ টায়  উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের স্থানীয় বড় বাজার সংলগ্ন নাগের খানা মহল্লায় এ ঘটনা ঘটে। 
এ সংঘর্ষে আহত হন,মোস্তাকিম মিয়া, মোবাশ্বির মিয়া, ছিদ্দিক মিয়া, ছত্তর মিয়া, খালেক মিয়া, ফারদিন মিয়া,মঞ্জু মিয়া,আব্দুই হাই,গোলাপজান বিবি,মমতাজ বেগম,আছমা বেগম,তাসলিমা আক্তার,তানজিলসহ আহত হয়েছেন ।
স্থানীয়রা জানান, দীর্ঘ  দিন যাবত একই মহল্লার মোস্তাকিম মিয়া এবং ছিদ্দিক মিয়ার  মধ্যে বসতবাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলছিলো।এরই ধারাবাহিকতায়  আজ  উভয় পরিবারের মহিলাদের মধ্যে বাকবিতন্ডায় এক পর্যায়ে  উভয়পক্ষের নারী পুরুষ সংঘর্ষে লিপ্তহন । ঘন্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বসতঘরের চালা নষ্ট হয়ে যায় এবং প্রায় ১৫ জন লোক আহত হন।  
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের আহত লোকজনকে চিকিৎসার জন্য বানিয়াচং উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে  প্রেরণ করেন।


Related Articles

Back to top button
Close