দেশজুড়ে

বানিয়াচংয়ে খোলা লেট্রিন নির্মাণে বাঁধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম

প্রিন্ট করুন

সুজন মিয়া, হবিগঞ্জের বানিয়াচংয়ে বিরোধপূর্ণ জায়গাতে খোলা লেট্রিন নির্মাণে বাঁধা দেয়ায় নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম,বাড়ীঘর ভাংচুর লুঠপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর দেড়টায় উপজেলার ২নং ইউনিয়নের গরীব হোসেন মহল্লার ভট্রপাড়া গ্রামে ওই দুঃসাহসিক ঘটনাটি ঘটে।

এঘটনায় জড়িত একই এলাকার পাঁচ হামলাকারী লিলু মিয়া,ধন মিয়া,জনি মিয়া,মনু মিয়া,সোহেনা বেগমের বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত নুরুল ইসলাম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিরোধপূর্ণ জায়গাতে দীর্ঘদিন যাবত খোলা পায়খানা ব্যবহার করে আসছিলো এলাকার কথিপয় দাঙ্গাবাজ লিলু গংরা।এতে দূর্গন্ধ ও রোগ ছড়াচ্ছিল এলাকার মানুষের মধ্যে।বৃহস্পতিবার দুপুর দেড়টায় পূনরায় ওই খোলা লেট্রিনের ময়লা ছেড়ে নির্মাণের সময় বাঁধা দেয়া হয়।এসময় বাঁধা প্রদানকারী ব্যক্তি নুরুল ইসলামের উপর চড়াও হয়ে তাকে মারধর করে রক্তাক্ত জখম এবং বাড়ীঘর ভাংচুর করে দাঙ্গাবাজ লিলু গংরা। পরে এলাকাবাসী আহত নুরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

অপরদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে বানিয়াচং থানা পুলিশ।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close