শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ের মার্কুলি সড়কে গণ-ডাকাতি

প্রকাশিত হয়েছে -

বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি, হবিগঞ্জের বানিয়াচং কাদিরগঞ্জ সড়কে আবারও গনডাকাতি সংঘটিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৮এপ্রিল) দিবাগত রাত সাড়ে দশটায় সড়কের ভারারাপুতা নামকস্থানে ঘটনাটি ঘটেছে।

ডাকাতের কবলে শিকার হওয়া সাফু মিয়া জানান, ৮/১০জনের মুখোশধারী একদল ডাকাত রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ডাকাতি শুরু করে প্রায় ঘন্টা দেড় ঘন্টা সময় তাদেরকে আটক করে উভয় দিক থেকে আসা ৩টি মোটরসাইকেল,

১টি ট্রলিসহ ৭জনের সবকিছু নিয়ে নেন ডাকাতদল।
প্রথমে বানিয়াচং থেকে একটি ট্রলি বগী যাওয়ার পথে ডাকাতের কবলে পড়েন। আমরা কাগাপাশা ইউনিয়নের বাতাকান্দি গ্রাম থেকে আমাদের আত্বীয় জানাযার নামাজ শেষ করে ২টি মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলাম ।
উল্লেখিত স্থানে এসে ডাকাতের কবলে পড়ি। এসময় টাকা ও মোবাইল ফোন দিতে দেরি হওয়ার কারনে একজনকে দা’দিয়ে মাথায় আঘাত করে আহত করে ডাকাতরা।

এদিকে তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বানিয়াচং সদর থেকে ডাকাতের কবলে আটক হওয়া লোকজনের পরিবারের সদস্যরা বাড়ি থেকে এসে তাদেরকে উদ্ধার করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরান হুসেন জানান,এই স্থানটি হাওরে হওয়ায় এখানে কোন পুলিশ থাকেনা।
এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে রাতেই অভিযান চালিয়েছেন।