দেশজুড়ে

বানিয়াচংয়ের উপজেলা চেয়ারম্যান নূরুল আমিন চৌধুরী আর নেই

প্রিন্ট করুন


মোঃজয়নাল মিয়া/ মুবাশ্বির আহমদ, বানিয়াচং প্রতিনিধি।

না ফেরার দেশে চলে গেলেন বানিয়াচং উপজেলা পরিষদ ও ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলার কাগাপাশা ইউনিয়নের মকা গ্রামের মৃত  হাজী জলিল মিয়ার পুত্র মরহুম নূরুল আমিন চৌধুরী (৭০) গতকাল বৃহস্পতিবার  ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।  

এ ব্যাপারে মরহুমের চাচাত ভাই লুৎফুর রহমান চৌধুরী জানান,মরহুম নুরুল আমিন চৌধুরী বেশ কিছুদিন যাবত লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে ভোগছিলেন। ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বানিয়াচং উপজেলা পরিষদ এবং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান   হিসেবে ২ বার করে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১পুত্র ১কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকাল ১০ টায় হবিগঞ্জ  পৌর শহরের চাঁনমিয়া মসজিদে মরহুমের ১ম জানাজা ও সকাল ১১ টায় বানিয়াচং শাহী ঈদগাহে ২য় জানাজা  ও মরহুমের গ্রামের বাড়িতে বিকেল ৩টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


Related Articles

Back to top button
Close