দেশজুড়ে
প্রিন্ট করুন
বানিয়াচংয়ে গাঁজা ব্যবসায়ীকে ১বছরের কারাদণ্ড

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি, হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে গাঁজা পাচারের সময় পুলিশের হাতে আটক উপজেলা সদরের ৪নং উত্তর পশ্চিম ইউনিয়নের মৃত বোদাই উল্লার পুত্র মাহমুদ মিয়া(৪৫)কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বানিয়াচং থানার সামনে মাহমুদ মিয়া ঘুরাফেরা করার সময় পুলিশ তার দেহ তল্লাশি করে ১শ গ্রাম গাজা উদ্ধার করে। বানিয়াচংয়ের
সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি‘র কার্যালয়ে মাহমুদ মিয়াকে সোপর্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত উপযুক্ত প্রমানাদি পেয়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।