দেশজুড়ে

বানিয়াচংয়ের কুশিয়ারা নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল/আজমল হোসেন খাঁন, বানিয়াচং। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের কুশিয়ারা নদির তলদেশে ডুবে সাথি নামের ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কাগাপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সাথি বেগম ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের মোশাহিদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪/৫ দিন পুর্বে শাহিনুর বেগমের সঙ্গে নানার বাড়ি একি ইউনিয়নের বাতাকান্দী গ্রামে বেড়াতে আসে সাথি। উল্লেখিত সময়ে নানার বাড়িতে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির সামনে কুশিয়ারা নদী কিনারায় মধ্যে ভাসমান অবস্থায় সাথির লাশ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে নানার বাাড়ির পারিবারিক কবর স্থানেে সাথির লাশ

দাফন সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সাথি পানিতে ডুবে মৃত্যুর বিষয়েে নিশ্চিত করেছেন।


Related Articles

Back to top button
Close