দেশজুড়ে

এমপি আব্দুল মজিদ খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল / আজমল হোসেন খাঁন, বানিয়াচং থেকে। করোনা ভাইরাসে আক্রান্ত বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খানের সুস্থতা কামনা করে আসন্ন কাগাপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় মনোনয়ন প্রত্যশীত ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম তালুকদারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার ( ৫ এপ্রিল ) এশার
নামাজের পর ইউনিয়নের ধনপুর জামে মসজিদের উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক মেম্বার আব্দুল হাই,ইউসুফ আলম তালুকদার,কনাই মিয়া তালুকদার, ইউনিয়ন আনসার কমান্ডার আওয়ামীলীগ নেতা আলী আমজাদ তালুকদার,ইউনুছ মিয়া তালুকদার,ইউনিয়ন কৃষকলীগ নেতা শামিম মিয়া তালুকদার, লোহাজুরী গ্রামের আবু কাসেম,আজিজুর রহমান,ইসলাম উদ্দিনসহ গ্রামের সর্বস্তরের জনগণ।

এডভোকেট আব্দুল মজিদ খান এমপি করোনায় আক্রান্ত হওয়ায় বানিয়াচংবাসি গভীরভাবে চিন্তিত ও মর্মাহত। শেখ হাসিনার অনুপ্রেরণায় করোনা’র ১ম ধাপ থেকেই তিনি দেশের মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রেখেছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, জানাযায়, দলীয় সভা থেকে শুরু করে সরকারি-বেসরকারি সভাসমূহে সবসময় উপস্থিত থেকে দেশও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) সংসদ ভবনে নমুনা দেওয়ার পর করোনা পজিটিভ এসেছে। বানিয়াচং উপজেলায় ৯ ফেব্রুয়ারি করোনার ১ম টিকা নিয়েছিলেন। ২য় টিকা নেয়ার আগেই আব্দুল মজিদ খান এমপি করোনায় আক্রান্ত হয়েছেন।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে আব্দুল মজিদ খান এমপি’র রোগমুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু এবং করোনায় আক্রান্ত সকলের রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন উক্ত গ্রাম মসজিদের ঈমাম মাওলানা আশরাফ আলী ।


Related Articles

Back to top button
Close