ইলেক্ট্রিশিয়ানের সাথে মতবিনিময় করলেন এজিএম কম সাখাওয়াত হাসান আকন্দ

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের ইলেক্টিশিয়ানদের সাথে মত বিনিময় করেছেন এজিএম কম শাখাওয়াত হাসান আকন্দ।
গতকাল শনিবার বিকাল ৪টায় বানিয়াচং পল্লী বিদ্যুত অফিসের বিভিন্ন এলাকার লাইসেন্স ও নন লাইসেন্স ইলেক্ট্রিশিয়ানের সাথে মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা
ওয়্যারিং পরিদর্শক সাহাবুল রহমান,আজমিরীগঞ্জ উপজেলা ওয়্যারিং পরিদর্শক আসাদ উল্লা,
বানিয়াচং ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহেদ মিয়া,সহ-সভাপতি কবির মিয়া,সাধারণ সম্পাদক দেওয়ান ফয়সাল আহমদকে, অর্থ সম্পাদক হারিছ মিয়া,সুরুজ আলী,কুতুব উদ্দিন, জুনায়েদ মিয়া,হাবিবুর রহমান,আইনুল চৌধুরী, নিজাম উদ্দিন, নিলু মিয়া প্রমূখ।
এ ব্যাপারে বানিয়াচং বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের এজিএম কম সাখাওয়াত হাসান আকন্দ হবিগঞ্জের সংবাদকে জানান, গত কয়েকদিনে কাল বৈশাখের ঝরে পল্লী বিদ্যুতের বিভিন্ন এলাকার লাইন বিচ্ছিন্ন হাওয়ায় ঘটনায় প্রায় ১দিন যাবত বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় ক্যারেন্ট সংযোগ বন্দ ছিলো। আমরা ও আপনাদের সহযোগিতায় সল্প সময়ের মধ্যে আবার ক্যারেন্ট চালু করতে পেরেছি। তিনি আরও বলেন এখন ঝর বৃষ্টির সময় এসময়ে লাইনে সমস্যা হতে পারে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা না করলে ঠিক সময়ে ক্যারেন্ট সংযোগ দেওয়া সম্ভব হবেনা। কারণ ঝরের কারনে লাইন সমস্যা হবে আপনারা নিজ দায়িত্বে নিজ এলাকায় থেকে আমাদের অফিসে জানাবেন।