দেশজুড়ে

এমপির রোগ মুক্তি কামনায় পূজা উদযাপন কমিটির উদ্যেগে মন্দিরে মন্দিরে প্রার্থনা

প্রিন্ট করুন

আজমিরীগঞ্জ প্রতিনিধি।

আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যেগে আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপির করোনা ভাইরাস থেকে মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য আজমিরীগঞ্জ উপজেলার নামহট্ট ইসকন মন্দিরে গতকাল বিকেল ৪ ঘটিকায়,শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎ সঙ্গ মন্দিরে সন্ধ্যা ৬ ঘটিকায়,রাধাকৃষ্ণ জিউর আখড়ায় সন্ধ্যা ৬ঃ৩০ ঘটিকায়, রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা ৭ ঘটিকায়, ও নিগমানন্দ পরমহংস দেবের আশ্রমে রাত ৯ ঘটিকায় ১ মিনিট নীরবতাসহ ও প্রার্থনা করা হয়।হবিগঞ্জ ২ আসন এর মাননীয় সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এর রোগ মুক্তি কামনায় মন্দিরে প্রার্থনায় অংশ নেন আজমিরীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি জীবন কুমার চন্দ,সাধারণ সম্পাদক বিপ্লব দেব সহ মন্জু কান্তি রায়,চানু লাল কর্মকার,রাকেশ দেব,বাবলু রায়,রুহিনী কান্ত ভট্টাচার্য,মাধব চক্রবর্তী,মৃনাল ঘোষ,কনৌজ কান্তি ব্যানার্জি,বিশ্বজিত দাস,দিপংকর রায়,বুদ্ব হোম রায়,নারায়ন দেব,,হাবুল প্রভু,রঞ্জিত সূত্রধর,রাখাল মজুমদার,জ্যোতিষ কুরি,বিকাশ মোদক,অমর দাস,প্রশান্ত চক্রবর্তী, রঞ্জন রায়, সুদিন দাস,বিমল মোদক প্রমুখ।


Related Articles

Back to top button
Close