দেশজুড়ে

বানিয়াচং আজমিরীগঞ্জের এমপি আব্দুল মজিদ খান করোনায় আক্রান্ত

প্রিন্ট করুন


মোঃ নজরুল ইসলাম তালুকদার, হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান‘র কোভিড-১৯ পরীক্ষা পজিটিভ এসেছে।
সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানের ব্যাক্তিগত সহকারী সেলিম উদ্দিন জানান, ২৮ মার্চ জাতীয় সংসদ ভবনে করোনার নমুনা পরীক্ষা দিয়েছিলেন।
২৯ মার্চ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের করোনার নমুনা বুথ থেকে জানানো হয় সংসদ সদস্য এডভোকের আব্দুল মজিদ খানের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।
করোনা পজিটিভ সংক্রান্ত রিপোর্ট পেয়ে রাতেই চিকিৎসার জন্য সংসদ সদস্যকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
৩০মার্চ সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খানকে চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালের চিকিৎসকদের অধীনে ঢাকাস্থ সংসদ সদস্যের বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান ফেব্রুয়ারী মাসের ৭ তারিখ কভিড-১৯ এর প্রতিরোধে ভ্যাকসিন নিয়েছিলেন।
সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান‘র করোনা পজিটিভ হওয়ায় বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার নেতাকর্মীগন উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে রোগমুক্তি কামনা করেছেন।
এছাড়াও ৩০ মার্চ বানিয়াচং উপজেলার বিভিন্ন মসজিদে সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের রোগমুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্টিত হয়েছে।
সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের ফেসবুক আইডি থেকে ৩০ মার্চ পোস্ট দিয়ে তিনি এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানান, এ সময় তিনি নেতা-কর্মীদের উদ্ধিগ্ন না হওয়ার জন্য আহবান জানিয়েছেন। এবং তার সাথে দেখা না করার জন্য তিনি দর্শনার্থী ও নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। এবং দেশবাসীর নিকট তিনি রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া হবিগঞ্জের সংবাদকে জানান, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এলাকার জনগন ও নেতাকর্মীদের কাছে তিনি হৃদয়ের স্পন্দন।
উনি প্রতিদিন কোন না কোনভাবে তৃনমূলের মানুষের কাছে ছুটে যান।
এই ছোটাছুটি করতে গিয়ে তিনি আজ নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন।
আমরা দেশবাসীর কাছে উনার সুস্থতা কামনা করে দোয়া চাই।


Related Articles

Back to top button
Close