শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে অসহায় ব্যাক্তির পাশে ফকির হেলাল বাউল মানবকল্যাণ ফেডারেশন

প্রকাশিত হয়েছে -


আজমল হোসেন খাঁন / মোবাশ্বির আহমদ, বানিয়াচং প্রতিনিধি। বানিয়াচংয়ে অসহায়-সম্বলহীন ও অসুস্থ মজনু টেইলার্সের পাশে দাড়িয়েছেন ফকির হেলাল বাউল ও মানবকল্যাণ ফেডারেশন নামের একটি সামাজিক সংগঠন।

সংঘঠনটি গঠনের লক্ষ্য অসহায় অসুস্থ রোগী ও দুস্থ বাউলদের কল্যাণে কাজ করার জন্য।
এ লক্ষ্য গত ২৫ মার্চ বড়বাজার সংগঠনটির অস্থায়ী কার্য্যালয়ে এক সভা আহবান করা হয়।
সভায় ফকির হেলালকে আজীবন প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্টপোষক মনোনীত করা হয়।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাউল আনসার আলী,সাধারন সম্পাদক কন্ঠশিল্পী মোবাশ্বির আহমদ তান্না। বাউল মোশাহিদ জমাদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
৩০ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ৭টায় বানিয়াচং উপজেলা সদরের দাশপাড়া গ্রামের সম্বলহীন অসহায় অসুস্থ মজনু টেইলার্সকে ১ মাসের জন্য সকল প্রকার খাদ্য সহায়তা প্রদান করে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষনা করেন ফকির হেলাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আনসার আলী, সহ-সভাপতি দিলু মিয়া,জমির আলী,সাধারন সম্পাদক মোবাশ্বির আহমদ তান্না, যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক আলমগীর রেজা,সাংগঠনিক সম্পাদক মোশাহিদ জমাদার,অর্থ সম্পাদক সোহাগ মিয়া, সদস্য অনু মিয়া,আলীনেওয়াজ,দিনার মিয়া সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।