বৃহস্পতিবার , ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ের কাফন পরানো বৃদ্ধা জুবেদা খাতুন ক্যান্সার আক্রান্ত

প্রকাশিত হয়েছে -


মোঃ নজরুল ইসলাম তালুকদার, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলা সদরের মৃত মহিলাদের কাফন পরানো কাজে নিয়জিত জাবেদা খাতুন (৮০) ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সুস্থ হয়ে আবার মৃত মহিলাদের কাফন পরানো কাজে মানব সেবায় মৃত্যুর পুর্ব সময় পর্যন্ত নিয়োজিত থাকবেন বলে জানান।

জানা যায়, উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ডের দোকানটুলা মহল্লার মৃত ফজর মিয়ার স্ত্রী জুবেদা খাতুন ৪০/৪৫ বছর যাবত উপজেলা সদরের বিভিন্ন মহল্লায় মহিলা মৃত্যুদের কাফন পরানো কাজে নিয়োজিত ছিলেন। গত ১ বছর পুর্বে তিনির ক্যান্সার হওয়া এখন আর এ কাজ করেন না।
এ ব্যাপারে ক্যান্সার আক্রান্ত জুবেদা খাতুন দৈনিক প্রতিদিনের বাণীকে জানান, আমি প্রায় ৪০বছর যাবত আমার এলাকায় মৃত মহিলাদের কাপনের কাজে নিজেকে নিয়োজিত ছিলাম।হঠাৎ আমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছি। আমার যা সম্ভব ছিলো তা দিয়ে পরিক্ষা নিরিক্ষা করে হাতে থাকা অর্থ শেষ করেছি। এখন আমার পক্ষে আর এই মরণব্যাধি রোগের চিকিৎসা দেওয়ার মতো সম্বল নেই। তাই আমাকে এই মরণ ব্যাধি থেকে বাঁচাতে সকলের সহযোগিতা দরকার। আমি চাই সুস্থ হয়ে আবার মানব সেবায় সকলের পাশে নিজেকে নিয়োজিত করতে।