দেশজুড়ে

বানিয়াচংয়ে স্ত্রীর অভিযোগে স্বামী আটক

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিনিধি, বানিয়াচংয়ে স্ত্রীকে যৌতুকের জন্য মারপিট এবং নির্যাতনের অভিযোগে পূজা উদযাপন পরিষদ নেতা দীন দয়াল চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় স্ত্রী ছোটন রানী দেবের অভিযোগের ভিত্তিতে উপজেলার ৪নং ইউনিয়নের যাত্রাপাশা নিজ বাড়ী থেকে দীন দয়াল চৌধুরীকে আটক করেন পুলিশ।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,দুই বৎসর আগে সনাতন ধর্মের রীতি অনুযায়ী একই এলাকার দূর্গা প্রসন্ন চৌধুরীর ছেলে দীন দয়াল চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোটন রানী দেব। কিছুদিন যেতে না যেতেই দীন দয়াল চৌধুরী স্ত্রী ছোটন রানীকে বাবার বাড়ী থেকে যৌতুকের টাকা এনে দেয়ার জন্য পাশবিক নির্যাতন শুরু করে। নিরুপায় হয়ে কয়েকবার বাবার বাড়ী থেকে স্বামীকে টাকা এনে দেয় ছোটন রানী। ইদানিং পুনরায় আবারো যৌতুকলোভী দীন দয়াল তিন লক্ষ টাকার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। টাকা না এনে দেয়ায় এতে ক্ষিপ্ত হয়ে দীন দয়াল স্ত্রী ছোটন রানীকে অমানুষিক নির্যাতন করে মারাত্মক জখম করে। পরে এলাকাবাসী ছোটন রানীকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।পরে সুস্থ্য হয়ে তিনি ওই যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে বানিয়াচং থানা পুলিশ দীন দয়ালকে আটক করেন।


Related Articles

Back to top button
Close