দেশজুড়ে

হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ

হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ উদ্ধুদ্বকরণ বিষয়ক উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনয়তনে ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্ধোধনী দিনে
প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিওর ফাযিল (আলীয়া) মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতী মাওঃ আতাউর রহমান।

প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা, বনায়ন, পশু পালন, হাস-মুরগি পালন, কৃষি ও মৎস্য প্রভৃতি বিষয়ে ইমামরা প্রশিক্ষণপ্রাপ্ত হলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা সহজ হবে।

কেননা জীববৈচিত্র্যে ভরপুর হাওরে রয়েছে নানা প্রজাতির মাছ, পাখি ও বৃক্ষরাজি।
প্রতিটি জীবই কোনো না কোনো ভাবে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।

কিন্তু বর্তমানে কিছু মানুষ ক্ষুদ্র ও সাময়িক স্বার্থে হাওরে কারেন্ট জাল, নেট জাল ইত্যাদি ব্যবহার করে ছোট মাছ ধরছে ও পাখি নিধন করছে। বৃহত্তর স্বার্থে এসব কার্যকলাপ বন্ধ হওয়া প্রয়োজন।

এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে উক্ত অনুষ্ঠানে ১০০ জন ইমামদের প্রতি আহ্বান জানান তিনি।

জীব-জগতের ভারসাম্য বজায় রাখা ও পরিবেশের সুরক্ষার স্বার্থে সব জীবকেই বাঁচতে দিতে হবে। আর শান্তিপূর্ণ সমাজ গঠনে মদিনা সনদের মূল কথা প্রচার করতে হবে। ধর্ম যার যার। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না।

মা-বাবার প্রতি সন্তানদের দায়িত্ব, নৈতিকতা, সামাজিকতা, পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো খুতবায় নিয়মিত বলতে হবে।

হাওর এলাকার জনগণকে সচেতন করার লক্ষ্যে পোস্টার ও প্রাক খুতবা মুদ্রণ ও বিতরণ এবং সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করা হবে।

প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম, আলেম-ওলামার মাধ্যমে হাওর অঞ্চলের জনগণকে স্ব-কর্মসংস্থানে উদ্বুদ্ধ করা হবে।


Related Articles

Back to top button
Close